জুরাছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ আটক

1

রাঙামাটির জুরাছড়ি উপজেলার লেবার পাড়ায় বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। গত ৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যক্ষাবাজার আর্মি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও আনুমানিক ৪৩৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

সূত্র জানায়, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এই মদ সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পরবর্তীতে উক্ত সম্মেলন বাতিল করা হয়।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪ এপ্রিল (শুক্রবার) সেনাবাহিনীর টহল দল স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান ও কারবারিদের উপস্থিতিতে উদ্ধারকৃত মদ ধ্বংস করে। সেনাবাহিনী জানিয়েছে, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।