জুরাছড়িতে ৭০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর

112

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন -গৃহহীন ৭০ পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা এসব জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন। জুরাছড়ি উপজেলায় জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে সুরেশ কুমার চাকমা উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কাপ্তাই হ্রদের পানি না থাকায় এসব ঘরের নির্মাণ সামগ্রী রাঙ্গামাটি জেলা সদর থেকে নিয়ে আসতে অনেক ভোগান্তির পোহাতে হয়েছে, তবুও এসব ভোগান্তি অতিক্রম করে শতভাগ কাজ সম্পন্ন করে সুবিধাভোগীদের মাঝে এসব ঘর হস্তান্তর করতে পেরে উপজেলা প্রশাসন অত্যন্ত আনন্দিত। তিনি সকলের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করেন।

২ নং বনযোগীছড়া ইউনিয়নে শুকনাছড়ি গ্রামের সুবিধা ভোগী সীব রঞ্জন চাকমার থেকে জানতে চাইলে তিনি জানান, এর আগে তিনি একটি কুড়েঘরে বসবাস করতেন এসব প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার ঘর উপহার পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী জীতেন্দ্র কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন রিটন চাকমা, ভাইস চেয়ারম্যান জুরাছড়ি উপজেলা পরিষদ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তা বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন, রাঙ্গামাটি সদর থেকে জুরাছড়ি উপজেলার একমাত্র যোগাযোগ মাধ্যেম হচ্ছে নৌপথ তাই পাকাঘর নির্মাণ করতে হলে নৌপরিবহনের মাধ্যমে মালামাল নিয়ে আনতে হয়। তাই আগামীতে যেন মাননীয় প্রধানমন্ত্রী উপহার কৃত ঘরগুলো পাহাড়ি ডিজাইনে নির্মান করা হয় সেজন্যে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে তিনি জানান।