জুরাছড়ির জুম চাষিদের মাঝে ধান বীজ ও মহিলাদের মাঝে সুতা বিতরণ

122

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় জুরাছড়ির জুম চাষিদের মাঝে উন্নত জাতে ধানের বীজ বিতরণ করা হয়েছে। একই সময়ে উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে নগদ অর্থ ও অসহায় মহিলাদের মাঝে পিনন তৈরীর সুতা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৬ মে) জুরাছড়ির জেলা পরিষদ বিশ্রামাগারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা। বক্তব্যে তিনি বলেন, পার্বত্য অঞ্চলে মানুষের কল্যাণের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার প্রত্যন্ত এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলো দৃশ্যমান উন্নয়ন করে যাচ্ছে। বিগত কোন সরকার এমন দৃশ্যমান উন্নয়ন দেখাতে পারেনি। শুধু শিক্ষা নয় সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে বর্তমান সরকার। তাই পাহাড়ে জুমচাষীরা যেন উন্নত মানের ধান ফলন করতে পারেন সে লক্ষ্যে এসব ধানের বীজ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা ইউএনও জীতেন্দ্র কুমার নাথ সহ উপজেলা কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।