জুরাছড়ির তিন ইউনিয়নে ভিডব্লিউবি বিতরণ

1

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার জুরাছড়ি সদর, ৩নং মৈদং ও ৪নং দুমদুম্যা ইউনিয়নে উপজেলা খাদ্যগুদামে উপকার ভোগীদের মাঝে জানুয়ারী ২০২৫ থেকে ৬মাসের চাল পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

সোমবার সকালে বিতরণ কালে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান এবং ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন।

এবিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা জানান, ভিডব্লিউবি সুবিধাভোগীদের দুই বছর মেয়াদ শেষ হওয়ায় তাদের সঞ্চয়ী টাকাও পরিশোধ করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার আবারো তাদের ৬ মাসের চাল দেওয়ার নির্দেশনা প্রদান করায় এসব চাল পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।