॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়িতে পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়া দুর্গতদের মাঝে ধানের বীজ ও নগদ অর্থ বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেরা পরিষদ। জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
সোমবার ১৩ আগস্ট জেলা পরিষদ রেস্ট হাউজের হলরুমে ত্রাণ বিতরণকালে সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমাসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পার্বত্য মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। সম্প্রতি ভারী বর্ষণের কারণে জুরাছড়ি উপজেলায় বেশ কিছু বাড়িঘর বিশেষ করে মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই ক্ষতি পোষাতেই উপজেলার ৮ ইউনিয়নে ৬ শত মানুষের মাঝে ধানের বীজ ও নগদ ১০ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়।