জুরাছড়ি জোনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

38

।।জুরাছড়ি প্রতিনিধি।।

রাঙামাটির জুরাছড়ি জোনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেল ৫:১৫ মিনিটে যক্ষাবাজার আর্মি ক্যাম্পে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি, উপ-অধিনায়ক, জুরাছড়ি জোন এবং অন্যান্য সেনা কর্মকর্তা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, বিএনপির সভাপতি অনিল বরণ চাকমাসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবারের ঈদ উপহার কর্মসূচির আওতায় ৪০টি বাঙালি পরিবারের প্রতিনিধি ও ১৪ জন চাকমা প্রতিনিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি জুরাছড়ি জোনের অন্যান্য ক্যাম্পের আওতাধীন এলাকাগুলোতে আরও ৭১টি পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৪১ জনকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জোন কমান্ডার উপস্থিত অতিথিদের সঙ্গে ইফতার এবং নামাজে অংশগ্রহণ করেন।

— দৈনিক রাঙামাটি