জুরাছড়ি থানার বিদায়ী ওসি আলমগীরের বিদায় সংবর্ধনা

138

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

অফিসার্স ক্লাব জুরাছড়ি আয়োজনে অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ। মোঃ আলমগীর হোসেন বিগত গত ১৮ ফেব্রুয়ারী ২০২৩ জুরাছড়ি থানায় যোগদান করেন।

মোঃ আলমগীর হোসেন বিগত সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করেছিলেন দক্ষতার সঙ্গে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলার গুরুত্বপূর্ণ থানা বাঘাইছড়িতে মাত্র চার মাসে বদলী করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ আলমগীর হোসেন বলেন, জুরাছড়ি উপজেলায় যোগদানের মাত্র চারমাসে এলাকার মানুষ যেভাবে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য জুরাছড়িবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোশাররফ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ সহ জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।