॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর উদ্যোগে জুরাছড়ি উপজেলায় কিশোর কিশোরী পরিবারদের মাঝে ২০ কেজি হারে বনযোগীছড়া এবং ১ নং জুরাছড়ি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। সোমবার (২৭ মার্চ) চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, প্রোগ্রেসিভ কর্মকর্তা সুর চাকমা।
এ সময় ইমন চাকমা বলেন, প্রোগ্রেসিভ কর্মকান্ড নিয়ে আমি সন্তোষজনক। কারণ দির্ঘদিন ধরে প্রোগ্রেসিভ প্রশংসনীয় ভাবে কাজ করে যাচ্ছে, সময়ের যুগোপযোগী প্রেক্ষাপথে বিবেচনা করে কাজ করে প্রোগ্রেসিভ বর্তমানে যেহেতু চালের দাম ঊর্ধ্বগতি তাই এসব ২০ কেজি চাল এসব পরিবারের মাঝে অনেক উপকৃত হবে বলে তিনি জানান।
কর্মকর্তারা জানান, জুরাছড়িতে নারীদের ক্ষমতায়ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে প্রোগ্রেসিভ। নারীরা যাতে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে নিজের পাঁয়ে দাঁড়াতে পারে সেলক্ষ্যে কাজ করা হচ্ছে। এই ধারাবাহিকতায় সংস্থার আর্থিক সহযোগিতার মাধ্যেমে অনেক নারী দিন দিন স্বাবলম্বী হচ্ছে।






























