॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলায় বুধবার মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা জানান, সম্প্রতি টানা বর্ষণের কারণে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতি গ্রস্ত হয়েছে। এছাড়াও চার ইউনিয়নে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা জানান, টানা পাহাড়ি ঢলের বৃষ্টির কারণে জুরাছড়ি উপজেলায় বেশ কিছু ঘর, ফসলি জমি, এবং মৎস্য পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সভায় অবহিত করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ।
জুরাছড়ি সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা বলেন, তার ইউনিয়নে কৃষি বিভাগ কি কাজ করতেছে তিনি কিছুই জানেনা বলে সভায় অবহিত করেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে সভায় উপস্থাপন করেন।





























