জুরাছড়িতে কভিড ভ্যাকসিন প্রয়োগ শুরু

621

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলায় কোভিড ১৯ টিকাদান কর্মসুচী আওতায় প্রথম টিকা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ। রোববার সকালে টিকাদান শুরুর সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃঅনন্যা চাকমা সহ সরকারি বিভাগের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন,উপজেলার মধ্যে আমি যে প্রথম টিকা গ্রহণ করেছি,আমাকে দেখে যারা টিকা নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছেন,তারা যেন টিকা গ্রহণ করেন সেজন্য সকলের প্রতি অনুরোধ করেন।

এছাডাও টিকা গ্রহণ জুরাছড়ি থানার পুলিশের কয়েকজন কর্মকর্তা এবং সদস্য সহ পরিবার পরিকল্পনা কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা।