জুরাছড়িতে গণ্যমান্যদের সাথে নবাগত জোন কমান্ডারের মতবিনিময়

557

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি জোনের আয়োজনে মত বিনিময় সভায় নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাম্মদ আখতারুজ্জাম বলেন, বিগত সময়ে আপনারা যেভাবে বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসিকে সহযোগিতা দিয়েছেন, ঠিক তেমনি শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

তাই জনগণের কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। অতিতে যেভাবে বিদায়ী জোন কমান্ডার কাজ করে গেছেন জনগণের সহযোগিতা পেলে তিনিও সেভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে,এজন্য প্রয়োজন সকলের সহার্দ্যপূর্ণ মনোভাব।

উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল হাসান এর সঞ্চালনায় মতবিনিময় সভায়  বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল তানভীর হোসেন পিএসসি সভাপতিত্বে বক্তব্য রাখেন নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাম্মদ আখতারুজ্জামান,উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সহ চার ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং হেডম্যান,কার্বারী প্রতিনিধি বৃন্দ।

উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা এবং উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড মতবিনিময় সভায় উপস্থাপন করেন। অতিতে যেভাবে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা পেয়েছি ভবিষ্যতেও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে জোন কর্তৃক বিভিন্ন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ,ডেউটিন,সেলাই মেশিন,খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসি এবং অতিথি বৃন্দ।

উল্লেখ্য যে, মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা,জুরাছড়ি থানা বিদায়ী এবং নবাগত অফিসার ইনর্চাজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রত্যেক মৌজার হেডম্যান,ও গ্রামের কার্বারী বৃন্দ।