পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে জুরাছড়ি উপজেলা জনসংহতি সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেএসএস উপজেলা শাখার সাধারাণ সম্পাদক সুমিত চাকমা। মতবিনিময় সভায় সকল হেডম্যান কার্বারি ও চার ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির ভূমি বিষয়ক সম্পাদক রনজিত দেওয়ান। সভায় এক নং জুরাছড়ি চেয়ারম্যান ক্যানন চাকমা বলেন, জনসংহতি সমিতির ঘোষিত কর্মসূচি অসহযোগ আন্দোলন এখনো অব্যাহত রয়েছে, যে কোন সময় পাটির কর্মসূচির ডাক দিলে দলবল নির্বিশেষে সকলকে কর্মসূচিতে সামিল হতে হবে। ২নং বনযোগিছড়া চেয়ারম্যান সন্তুস বিকাশ চাকমা বলেন বর্তমান সরকার বার বার আমাদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। অন্যদিকে দীপংকর তালুকদার চুক্তির ৮০ ভাগ বাস্তবায়ন করা হয়েছে বলে বিভিন্ন সময় বলে যাচ্চে। চুক্তির রোধ ম্যাপ ঘোষনা করার জন্য সরকারের প্রতি আহব্বান জানান। কার্বারি এসোশিয়েসন সাধারন সম্পাদক আঞ্জল তংচংঙ্গা বলেন আগামিতে মহান পাটির কঠোর কর্মসুচি যেকোন সময় ঘোষনা আসতে পারে সেজন্য সকল পাড়া প্রধান কার্বরি দের প্রস্তু থেকে সরকারের সঙ্গে মোকাবেলা করতে হবে।প্রধান অতিথি রনজিৎ দেওয়ান বলেন হেডম্যান ও কার্বারিদের মূল দায়িত্ব হচ্ছে ভূমি চুক্তির মূলচাবিকাঠি হচ্ছে ও ভূমি তাই ভূমির আইন কানুন সর্ম্পকে সব সময় সথেষ্ট থাকতে হবে। আগামি ইউপি নির্বাচনে পাটির প্রার্থীদের পক্ষে কাজ করে সরকারকে সঠিক জবাব দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন। সংবাদ বিজ্ঞপ্তি