জুরাছড়িতে দুই ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল

144

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ বিশ্রামাগারে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রবর্তক চাকমা। কৃষ্ণ মোহন চাকমা সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এদিকে আজ বুধবার জুরাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এসব সম্মেলন করা হচ্ছে বলে জানান নেতৃবৃনন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রবর্তক চাকমা বলেন, বঙ্গবন্ধু আদর্শকে লালন করে আমরা সবাই আওয়ামী লীগ রাজনীতি করি। আওয়ামী লীগ হচ্ছে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন। দেশের জনগণের উন্নয়নের স্বার্থে আমাদের রাজনীতি। তাই বর্তমান সরকারের উন্নয়নের দিকগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নেতাকর্মীদের দায়িত্ব। সময় এসেছে আগামীতে আমাদের জাতীয় নির্বাচন, দলের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে দলীয় প্রার্থীকে নির্বাচিত করে নৌকা প্রতীক যেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনাকে উপহার দিতে পারি সে লক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীদের কাছে আহ্বান করেন।

প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে সম্মেলন উদ্বোধন করেন কেতন চাকমা যুগ্ম-সাধারণ সম্পাদক জুরাছড়ি উপজেলা শাখা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল কুমার চাকমা। সম্মেলনে কৃষ্ণ মোহন চাকমা কে সভাপতি এবং অনুপম চাকমাকে সাধরণ সম্পাদক নির্বাচিত করা হয়।