জুরাছড়িতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

568

॥ স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ॥

জুরাছড়ির ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান ও মেম্বার প্রর্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার ও রিটানিং কর্মকর্তা কৌশিক চাকমা এবং জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ শফিউল আজমসহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।

১ নং জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন ক্যানন চাকমা, চশমা প্রতীক ইমন চাকমা, আনারস প্রতীক নিয়ে জাপানি বিজয় দেওয়ান, নৌকা প্রতীক নিয়ে মিন্টু চাকমা। ২ নং বনযোগীছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা  প্রতীক নিয়ে লড়বেন উজ্জ্বল কুমার চাকমা, আনারস প্রতীক নিয়ে সন্তোষ বিকাশ চাকমা, চশমা প্রতীক নিয়ে কামানি রঞ্জন চাকমা, অটোরিকশা প্রতীক নিয়ে সুরেশ কান্তি চাকমা। ৩ নং মৈদং ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়বেন সম্রাট চাকমা, নৌকা প্রতীক নিয়ে বিরঙ্গ লাল চাকমা । ৪ নং  দুমদুম্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়বেন কল্যাণময় চাকমা, চশমা প্রতীক নিয়ে রাজিয়া চাকমা ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ নির্বাচন যাহাতে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সকলের প্রতি অনুরোধ জানান।