স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি
জুরাছড়িতে প্রয়াত কালা চোখী চাকমা’র সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে কাঙাছড়ি এলাকায় নিজ বাড়িতে সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়।
পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যাণময় চাকমা’র মাতা প্রয়াত কালাচোখী চাকমা জম্মগ্রহণ করেন ২৭ মার্চ ১৯৫৩ সালে। প্রয়াত হন ৯ ডিসেম্বর ২০২২ সালে।
কাঙরাছড়ি গ্রামে নিজ বাড়ীতে প্রয়াতের সৎগতি কামনা করে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডুদান সহ নানাবিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত কালাচোখীর স্মৃতি চারন করেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এসময় তিনি বলেন, প্রয়াত কালাচোখী ছিলেন একজন ধার্মিক পরায়ণ এবং অত্যন্ত আদর্শবান। জীবদ্দশায় তিনি চার সন্তানের জননী ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে তার অসংখ্য আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
এসময় প্রয়াতের সৎগতি কামনা করে ধর্মীয় সভায় স্বধর্ম দেশনা প্রদান করেন সুবলং শাখা বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির। বিশেষ প্রার্থনা পাঠ করেন প্রয়াতের ছেলে শিক্ষক কল্যাণময় চাকমা।