॥ স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ॥
‘শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি’ এ মূল মন্ত্রে জুরাছড়িতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল আবদুল আউয়াল চৌধুরী ।
বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ক্যানন চাকমা, চেয়ারম্যান প্রার্থী মিন্টু চাকমা, চেয়ারম্যান প্রার্থী জাপানী বিজয় দেওয়ান।
আলোচনা সভার বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাঝে তুলে ধরা হয়।।