॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
কার্প জাতীয় মাছের মিশ্র চাষ সম্পর্কে জুরাছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে, মৎস্য ধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ জন নির্বাচিত খামারী নিয়ে জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার এ প্রশিক্ষণের উদ্বেধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ। কিভাবে কার্প জাতীয় মাছ উৎপাদন বৃদ্ধি করে চাষ করা যায় সে সম্পর্কে খামারীদের প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা।
তিনি অরো বলেন,শুধু প্রশিক্ষণ গ্রহণ করলে হবেনা,সঠিকভাবে লব্দ করে কাজে লাগাতে পারলে অধিকতর খামারীরা লাভবান হতে পারবে।