॥ স্টাফ রিপোর্টার ॥
জুরাছড়ি সুবলং শাখা বনবিহারে জাতীয় করণকৃত শিক্ষকেরা তাদের প্রথম বেতন দিয়ে মহতি পূণ্যানুষ্ঠান আয়োজন করেছে। শনিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সহধর্মিণী রিতা চাকমার পঞ্চশীল প্রার্থনার মধ্যেদিয়ে শুরু হওয়া পূণ্যানুষ্ঠানে বিশেষ প্রার্থনা পাঠ করেন সিমাইতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্নেহ কুমার চাকমা।
এতে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান ও নবনির্মিত ১২৬ ফুট বুদ্ধমূর্তি উদ্দেশ্য করে টাকা দান করা হয়। এসময় রিতা চাকমা ১২৬ ফুট বুদ্ধমুর্তির জন্য তৈরিকৃত চীবর ভিক্ষু সংঘের কাছে উৎসর্গ করেন। এছাড়াও জাতীয়করণকৃত শিক্ষকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।