জুরাছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

175

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় মঙ্গলবার সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল জুল কীফলি আরমান পিএসসি।

এসময় তিনি বলেন, সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখতে হবে। কোন প্রকার সম্প্রীতি কিংবা আইন-শৃঙ্খলা বিনষ্ট হতে দেওয়া হবেনা। প্রত্যান্ত জুরাছড়ি উপজেলাকে কিভাবে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যায় সেজন্যে সকলের প্রতি সহমর্মিতা দেখিয়ে এলাকার স্বার্থে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২ নং বনযোগীছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা প্রমূখ।