॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়িতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বল্পমেয়াদী বিশেষ সেবা সপ্তাহ পালন করা হয়েছে। এ সময় তিনদিনের বিশেষ স্বাস্থ্য সেবাক্যাম্প পরিচালনা করা হয়। বনযোগীছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে পরিচালিত এই স্বল্পমেয়াদী স্বাস্থ্য সেবাক্যাম্প ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চলে।
জুরাছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে স্বল্পমেয়াদী সপ্তাহ বিশেষ ক্যাম্প সমাপনী দিনে ডাঃ বেবী ত্রিপুরা (পরিবার পরিকল্পনা পদ্ধতি,খাবার বড়ি, সহকারী পরিচালক সিসি ও ডিষ্ট্রিক কনসালটেন্ট পরিবার পরিকল্পনা রাঙ্গামাটি), জুরাছড়ির পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেমিন চাকমা ও সুখী জীবন প্রতিনিধি ফারুক আহমদ উপস্থিত ছিলেন। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন অরুন প্রভা চাকমা, অনুপম চাকমা ও সকল কর্মচারী বৃন্দ। এসময় উপজেলা চেয়ারম্যান ও বনযোগী ছড়া ইউ পি চেয়ারম্যান মহোদয় সার্বিক সহযোগিতা প্রদান করেন।