॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলা সেনা জোনের আয়োজনে যক্ষাবাজার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শিমুল কান্তি দে নেতৃত্বে আজ ২৩ জুন বুধবার সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপক মহরা প্রদর্শন করে দেখান যক্ষাবাজার ব্যবসায়ীদের।
মহরা অনুষ্ঠানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন শিমুল কান্তি দে এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার খুরশিদ আলম। এসময় যক্ষাবাজার সকল ব্যবসায়ীদের নিয়ে কিভাবে অগ্নি নিরোধ করতে হয় তা সেনাবাহিনীর সদস্যরা দেখান।
এসময় যে কোন স্থানে আগুনের সূত্রপাত হলে নিজ উদ্যোগে কিভাবে আগুন নিভানো যায়, তা স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত ব্যক্তিবর্গদেরকে এক এক করে অগ্নি নির্বাপণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তা শিখানো হয়।
এসময় ক্যাপ্টেন শিমুল কান্তি সকলের উদ্দেশ্য করে বলেন, বাসাবাড়িতে নিয়মিত ভাবে বৈদ্যতিক সংযোগ গ্যাসের চুলা সহ যেসব স্থানে আগুনের সূত্রপাত ঘটতে পারে সে সকলদিগকে সর্বদা সজাগ রাখার জন্য অনুরোধ করেন।