জুরাছড়ির সুবলং শাখা বনবিহারে ৩০তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

123

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

মহামারি কোভিড-১৯ এর কারণে দীর্ঘ দুই বছর তেমন উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দানোৎসব হয়নি। তাই এবছর উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়। শুক্রবার (১৪ অক্টোবর) জুরাছড়ি সুবলং শাখা বনবিহারে ৩০তম কঠিন চীবর দানোৎসবে বাংলাদেশের সর্ববৃহৎ নব-নির্মিত বুদ্ধমূর্তি এবং বড় নির্মাণাধীন মন্দিরের জন্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা ও জ্ঞানেন্দু বিকাশ চাকমা নগদ ২ লক্ষ ত্রিশ হাজার টাকা বিহার পরিচালনা কমিটির সভাপতি ধল কুমার চাকমার হাতে তুলে দেন।

অনুষ্ঠানে প্রবর্তক চাকমা পূণ্যার্থীদের উদ্দেশ্য করে বলেন, ধর্ম মানুষকে আদর্শিত গড়ে তুলে, তার পাশাপাশি যাতে নিজের সংস্কৃতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করা যায় সেজন্যে আগামী নভেম্বর মাসে বুদ্ধমূর্তি উদ্ধোধনী অনুষ্ঠানে পাহাড়ি সম্প্রদায়ের মেয়েদের নিজস্ব পোশাক পড়ে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা ও সঞ্জীব চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রচারক চাকমা। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। সকল প্রকার অশুভ শক্তি দূর হয়ে যাতে বিশ্বের সকল প্রাণী সুখে শান্তিতে থাকতে পারে এই মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পাঠ করেন ধল কুমার চাকমা।

এতে বুদ্ধমূর্তি দান, কঠিন চীবর দান, কল্পতর দানসহ নানাবিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়। এসময় দায়ক দায়িকাদের উদ্দেশ্য করে স্বধর্ম দেশনা প্রদান করেন আর্যনন্দ মহাস্থবির ও বুদ্ধশ্রী মহাস্থবির।