॥ জুরাছড়ি প্রতিনিধি ॥ জুরাছড়ি উপজেলার ২নং বনযোগিছড়া ইউনিয়নের ধামাই পাড়া কিয়াং বাজারে হত-দরিদ্রদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চাইল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্যাম প্রসাত চাকমা তদারকি কর্মকর্তা উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারি আশীষ চাকমা ও ২নং ওর্য়াড সদস্য হেমন্ত চাকমা।
এসময় ১৩৫ পরিবারের মাঝে সরকার ঘোষিত ১০টাকা কেজি দরে প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয় বলে জানিয়েছেন ডিলার রাজেশ চাকমা। হতদরিদ্র পরিবারের সুবিধাভোগী নির্মল কান্তি দাশ ও প্রভাত কুমার দাশ বলেন, আমরা অসহায় গরীব পরিবার বর্তমান সরকার আমাদের জন্য ন্যায্য মূল্য হারে চাউল দিচ্ছে । উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্যাম প্রসাত চাকমা বলেন, এই চাউল গরীবের জন্য এখানে কোন দূনীর্তি করার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেন। তদারকি কর্মকর্তা আশীষ চাকমা বলেন, এখানে যদি কেউ ছয়নয় করার চেষ্ট্ াকরে থাকেন তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।