বাংলাদেশ আওয়ামিলীগ ১ নং জুরাছড়ি ইউনিয়ন শাখার ত্রি- বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবর্তক চাকমা। সাধারণ সম্পাদক মিন্টু চাকমা সঞ্চালনায় সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয় রঞ্জন চাকমা, সহ- সভাপতি উপজেলা আওয়ামিলীগ। প্রধান বক্তা ছিলেন জুরাছড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা ।
দুপুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন করে ত্রি- বার্ষিক সম্মেলন শুরু হয়। প্রথম অধিবেশনে প্রবর্তক চাকমা বলেন, দলকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সকল নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করার অনুরোধ করেন।
সম্মেলনে উত্তম কুমার চাকমা সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় দ্বিতীয় বারের মত নির্বাচিত হন মিন্টু চাকমা। এসময় বক্তব্য রাখেন জুরাছড়ি উপজেলা শাখা যুগ্ম-সাধারণ সম্পাদক কেতন চাকমা, জুরাছড়ি উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমাসহ অন্যান্যরা। নব নির্বাচিত সভাপতি উত্তম কুমার চাকমা বলেন, আমারা যেহেতু গণতান্ত্রিক অসম্প্রদায়িক দলের রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।