॥ স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং জুরাছড়ি ইউনিয়নে মনোনয়ন দাখিল করেছিলেন ৪জন। তারা হলেন আওয়ামিলীগ সমর্থিত প্রার্থী মিন্টু চাকমা, দুইবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ক্যানন চাকমা, জাপানী বিজয় দেওয়ান, ইমন চাকমা। এই চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সবাই জনপ্রিয়।
এবিষয়ে বর্তমান চেয়ারম্যান ক্যানন চাকমা বলেন, দীর্ঘ ১০ বছর দায়িত্বে এলাকার জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি। যেসব গ্রামে পানির সংকট ছিলো সেইসব এলাকায় পানির সুব্যবস্থা করে দিয়েছি। উপজেলা পরিষদের সাথে সমন্বয় করে রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন এলাকায় সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করেছি। এবারও তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামিলীগ সমর্থিত প্রার্থী মিন্টু চাকমা জানান, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যে উন্নয়ন হচ্ছে, জুরাছড়ি ইউনিয়নে সেই উন্নয়নের ছোঁয়া লাগাতে অত্র ইউনিয়নবাসী আমার পক্ষ নেবে আমি জয়ের বিষয়ে আশাবাদী। স্বতন্ত্র প্রার্থী জাপানী বিজয় দেওয়ান বলেন, আমি বিগত দিনে দুইবার নির্বাচন করেছিলাম প্রতিবারই পরাজিত হয়েছি, তাই এবারেও নির্বাচনে মাঠে আছি, এবার নির্বাচিত হলে সরকারের ধারাবাহিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে অত্র ইউনিয়নে জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করব।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ইমন চাকমা জানান, বর্তমান চেয়ারম্যান এর সময়ে যতটুকু উন্নয়ন হয়েছে আমি নির্বাচিত হলে তার অধিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবো। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, বসন্ত আসলে কৌকিলের ডাকের অভাব পড়েনা। নির্বাচন আসলে প্রার্থীরা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। তাই যোগ্য প্রার্থী বিবেচনা করে ভোট দিব।