জেএসএস এর হাতে যুবলীগ নেতা অপহরণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

373

॥ স্টাফ রিপোর্টার ॥
কাপ্তাইয়ে জেএসএস সন্ত্রাসী কর্তৃক অপহৃত যুবলীগ নেতা পাইওখ্যই মারমাকে অপহরনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী  যুবলীগের নেতৃবৃন্দরা। শনিবার বিকালে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে পৌর চত্ত্বর থেকে বিক্ষোভ সমাবেশ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বনরূপা আলিফ মার্কেটের  সম্মুখে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় নেতৃবন্দরা বলেন, ইতিমধ্যে জেএসএসের অস্ত্রধারী সন্ত্রাসীরা চিৎমরমে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় তারা পাহাড়ে একের পর এক খুন, অপহরণ করে যাচ্ছে এবং যুবলীগ নেতা পাইওখ্যই মারমাকে অপহরণ করে সন্ত্রাসীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁকে জীবিত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ জানানো হয়।

জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি সোলাইমান চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শামসুল আলম, জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সহ সভাপতি বিপুল ত্রিপুরা, সহ-সভাপতি আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক দীপক দাশ মানিক, সহ সভাপতি বিটন সরকার, সহ সভাপতি শরীফ উদ্দিন, সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,অপহৃত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক চিৎমরম ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তার নিজবাড়ী চিৎমরমের মৈইদং পাড়া হতে পাহাড়ী সন্ত্রাসী জেএস এস  অপহরণ করে বলে জানা যায়।