জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বড়ুয়া জনকল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ

677

॥ ইকবাল হোসেন ॥

বুদ্ধ পূর্ণিমা-২৫৬৫ বুদ্ধাব্দ উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাঙামাটি বড়ুয়া কল্যাণ সংস্থা ও বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সংগঠনের সদস্যরা। এসময় জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ সুপ্রিয় বড়ুয়া, সভাপতি সনত কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া, যুগ্ম সম্পাদক সনত কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশিষ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য- মাখন লাল বড়ুয়া, খোকন বড়ুয়া, সুজন বড়ুয়া, বিজন বড়ুয়া উপস্থিত ছিলেন।