॥ স্টাফ রিপোর্টার ॥
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর একটি প্রতিনিধিদল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় (২৬ জুলাই) চেয়ারম্যানের অফিসকক্ষে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
আইএলও বাংলাদেশের চীফ টেকনিক্যাল এডভাইজার মিঃ পেড্রো জুনিয়র বেলেন এর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন, টেকনিক্যাল স্পেশালিস্ট নবীন কর্ণ, প্রোগ্রাম অফিসার এলেক্স চিসাম এবং প্রোগ্রাম অফিসার তানজেল আহসান।
পেড্রো জুনিয়র বেলেন সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যানকে বলেন, ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পার্বত্য চট্টগ্রামের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মাধ্যমে ৫টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে। কানাডীয় সরকারের অর্থায়নে এবং সরকারের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় জেন্ডার রেসপন্সিভ এন্টারপ্রাইজ এবং টিভিইটি সিস্টেমের প্রচার (প্রোগ্রেস) নামে একটি প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামেও এ কার্যক্রম চালু হবে। স্থানীয় মানুষের অংশগ্রহণে এ প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং বাজার চাহিদাভিত্তিক জনবল এবং প্রশিক্ষণ কার্যক্রম চালুর ক্ষেত্রগুলো অনুসন্ধানের জন্য সবার অংশগ্রহণে এবং সবার মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণের প্রস্তাব করেন তিনি।
চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) টিমকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) র এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাঙ্গামাটি জেলার পর্যটন, স্থানীয় উৎপাদিত ফলমূল, ঐতিহ্যবাহী তাঁত এবং নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক পরিবর্তনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সহযোগিতা কামনা করেন তিনি। স্থানীয় মানুষের উন্নয়নে যেকোন সংস্থা এগিয়ে এলে তিনি পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ^াস প্রদান করেন।
সাক্ষাতকার অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, নিবাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।