টানা বর্ষণে বিলাইছড়ির ফারুয়া বাজার পানিবন্দী

141

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

টানা ৮ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিলাইছড়ির ফারুয়া বাজার পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে উপজেলার এগুজ্যা ছড়ি, তারাছড়ি, গোয়াইন ছড়ি, তক্তানালা, উলুছড়ি, ওরাছড়ি, যমুনাছড়ি এবং চাইন্দ্যা পাড়ার নিম্নাঞ্চল সমূহ।

সোমবার ( ৭ আগস্ট) দুপুরে ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জলাবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ভারি বৃষ্টিপাতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। একইভাবে তক্তানালার কার্বারি ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা মুঠোফোনে জানান, তাদের এলাকায় ফসলি জমি বিশেষ করে আমন ধানের ক্ষেত একেবারে তলিয়ে গেছে, এলাকাবাসী তাকে কয়েকটি গবাদি পশু ভেসে যাওয়ার কথাও জানিয়েছেন। তিনি জানান পানিতে ডুবে যাওয়ায় দোকান-পাট বন্ধ হয়ে গেছে, ফসলের ক্ষতিতো হয়েছেই, জলাবদ্ধ হয়ে পড়েছে বাগান সহ বিভিন্ন বসতবাড়ি।

বিলাইছড়ি ইউনিয়নে ৮ ও ৯নং ওয়ার্ডে পাহাড়ের ধসে কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোটখাট ধসের ঘটনা ঘটেছে উপজেলা সদরের ৩নং কুতুবদিয়া ওয়ার্ডেও। ধসে পড়েছে শালবন এলাকায় ঘর-বাড়ি, হাসপাতাল এলাকাতেও গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় জানমালের তেমন ক্ষতি না হলেও ঘরবন্দী হয়ে পড়েছে মানুষ, কষ্ট বেড়েছে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষের। অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জীবন-জীবিকা। তবে প্রশাসন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। ইতোমধ্যে ফারুয়া ইউনিয়ন পরিষদ, শিল্পকলা একাডেমি , মডেল স্কুল, উপজেলা মিলনায়তন এবং স্বস্ব এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে । ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করে আশ্রয় কেন্দ্র বা নিরাপদ স্থান খুঁজে নেওয়ার জন্য সকলের উপজেলা পরিষদ ও প্রশাসন পক্ষ হতে প্রচারণা অব্যাহত রয়েছে।