টিসিবি পণ্য বিক্রয়ঃ রাঙামাটিতে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

429

॥ স্টাফ রিপোর্টার ॥

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। শনিবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মানবিক উদ্যোগ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলায় ইতিমধ্যে ৮৭ হাজার ৩৪০ পরিবারের জন্য ১লক্ষ ৭৪হাজার ৬৮০টি ফ্যামিলি কার্ড বিলি করা হয়েছে। রাঙামাটির ১০টি উপজেলা ও ২টি পৌরসভায় ২৮জন ডিলারের মাধ্যমে ৮৭ হাজার ৩৪০ পরিবারের মাঝে রোববার সকাল থেকে প্রথম পর্যায়ের ৪৬০ টাকার প্যাকেজে ২কেজি চিনি, ২লিটার সয়াবিন তেল, ২কেজি মসুর ডাল বিক্রয় করা হবে। প্রথম দিনে প্রায় ১২ হাজার কার্ডধারী পরিবার এই সুবিধার আওয়াত আসবেন বলে জানান তিনি। আজ সারাদেশের ন্যায় রাঙামাটিতেও টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম ২৯৯নং আসনের সংসদ সদস্য দিপংকর তালুকদার এমপি উদ্বোধন বলে জানান তিনি।