টু-স্টোক ভ্যান শ্রমিক সমিতির সাথে মেয়র প্রার্থী আকবরের মতবিনিময়

448

॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটি টু-স্টোক ভ্যান শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ সাথে মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে। বুধবার রাতে রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাষ্টির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায়

রাঙামাটি টু-স্টোক ভ্যান শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিং কিউ রেয়োজা। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতাব্বর, মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী, ,পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, সাধারণ সম্পাদক মুনছুর আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান, রাঙামাটি টু-স্টোক ভ্যান শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর আবু সাঈদ।