ঠেগামুখ সড়ক চালু হলে পাহাড়ের ব্যবসা ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে: দীপংকর

496

॥ স্টাফ রিপোর্টার ॥

ঠেগামুখ সড়ক চালু হলে পাহাড়ের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মন্তব্য করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি বলেছেন, ইতোমধ্যে বরকল উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ঠেগামুখ সীমান্ত সড়কের কাজ শুরু হয়ে গেছে। এই সড়ক পাহাড়ের মানুষের জীবনযাত্রার মান পাল্টে দেবে বলে আমরা মনে করি। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে রাঙামাটি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘রাঙামাটির শিল্প ও ব্যবসাবান্ধব সম্ভবনা, সম্প্রসারণ করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এ কথা বলেন। চেম্বার হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ রাঙামাটি ব্যবসা বণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাঙামাটি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি সাইফুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তব্য প্রদানকালে এমপি তালুকদার বলেন, রাঙামাটি বাজারফান্ড এলাকার ভ’মি বিপরীতে ঋণ জটিলতা বিষয়ে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তবে ভূমি রেজিস্ট্রি জটিলতা বিষয়ে ভূমি কমিশনের সিদ্ধান্ত না এলে বিষয়টি আপাতত সমাধানযোগ্য হয়তো হবে না। দিপংকর বলেন, বিলাইছড়ি-কাপ্তাই সংযোগ সড়কের কাজ শুরু করা হবে। একনেকে বিলটি পাস হয়েছে। কয়েকদিনের মধ্যে টেন্ডার দেওয়া হবে। কাপ্তাই হ্রদের যোগাযোগের প্রধান বাধা কচুরিপানা। দীর্ঘবছর ধরে যাত্রীরা সমস্যায় পড়ছেন। এজন্য সমস্যাটি সমাধানে কাজ করা হবে।

এমপি বলেন, রাঙামাটি পর্যটন শহর। পর্যটন খাতের উন্নয়নসহ ব্যবসা-বাণিজ্যের প্রসারে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা হবে। সেনাবাহিনী অভিযান শুরু করেছে। এই অভিযান অব্যাহত রয়েছে।