॥ কাউখালী প্রতিনিধি ॥
ডাকাতির প্রস্তুতিকালে নাইল্যাছড়ি উত্তর মাঝেরপাড়া গ্রাম হতে সোমবার ভোর রাত্রে ৩ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে কাউখালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী একনালা বন্ধুক ও একটি বাজাজ মোটর সাইকেল উদ্ধার করা হয়।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায়, উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের উত্তর মাঝের পাড়া থুচাই মং মারমার বাড়ির পাশে ভোর রাত ৪টার সময় ৬ সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতিকালে এলাকার লোকজন টের পেয়ে চিৎকার করলে ৩জন সন্ত্রাসী পালিয়ে যায়। অপর ৩জন সন্ত্রাসীকে অস্ত্র ও মোটর সাইকেলসহ এলাকার লোকজন আটক করে। খবর পেয়ে কাউখালী থানা পুলিশ এসআই মোঃ সিরাজুল ইসলাম সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ৩ জন সন্ত্রাসীকে বাজাজ মোটর সাইকেল ও অস্ত্রসহ আটক করে কাউখালী থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো সাইমন মারমা (২১) পিতা,মিবাই মারমা,মংসাচিং মারমা (২১)পিতা,মংনুশি মারমা,মংমং মারমা(২০) পিতা,অং প্রু সাই মারমা,সর্ব সাং হারাঙী পাড়া,কাউখালী রাঙামাটি পার্বত্য জেলা। অপরদিকে পালিয়ে যাওয়া আসামীরা হলেন পাইসাচিং মারমা (২৩) পিতা, মংনুশি মারমা,সাং হারাঙী পাড়া, পাইসা মারমা(২৮) পিতা,থোয়াই অং রুই মারমা, সাং সামুকছড়ি, উঃ সুমানা ভিক্ষু (২৫) পিতা,ক্যাজাইলা মারমা, সাং বড়ইছড়ি, কলমপতি, কাউখালী রাঙামাটি পার্বত্য জেলা। তাদের বিরুদ্ধে কাউখালী থানায় পৃথকভাবে ২টি মামলা হয়।
মামলা ২টি হলো ডাকাতির প্রস্তুতি মামলা, মামলা নং ১২,তাং ২৬.১০.২০২০ খ্রিঃ আইও এসআই আব্দুল ছালাম, অস্ত্র আইনে মামলা নং ১৩,তাং ২৬.১০.২০২০খ্রিঃ আইও এসআই শেখ মোঃ জাবেদ মিয়া। আটককৃতদের আজ সোমবার রাঙামাটি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হবে বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএম নিশ্চিত করেন এবং অপর পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।