\ ইকবাল হোসেন \
বাজার ফান্ড প্রশাসনের অধীনস্ত ভূমির বিপরীতে ব্যাংক ঋণের জটিলতা নিরসনে রাঙামাটির জেলাপ্রশাসকের সাথে মত বিনিময় করেছে ‘বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি’। রাঙামাটি শহরের চারটি বাজার কমিটি ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দসহ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
নব গঠিত বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির ব্যনারে নেতৃবৃন্দ এ সময় ঋণ জটিলতায় রাঙামাটির ব্যবসা বাণিজ্যে চরম দরাবস্থার কথা তুলে ধরেন এবং বিষয়টিকে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার অভাব বলে উল্লেখ করেন।
তারা জানান পার্বত্য তিন জেলায় বিশেষভাবে গঠিত প্রতিষ্ঠান বাজার ফান্ডভূক্ত ভূমি ব্যাংকের কাছে জামানত দিয়ে ঋণ নিতে না পারায় অনেক ব্যবসায়ী ইতোমধ্যেই পথে বসে গেছে। জেলা প্রশাসকের রেজিস্ট্রি শাখা থেকেই মূলত বন্ধক রেজিস্ট্রি কার্যক্রম না করার কারণে এই জটিলতা তৈরি হয়েছে।
মঙ্গলবার সকালে জেলাপ্রশাসকের কার্যালয়ে গিয়ে রাঙামাটির জেলাপ্রশাসক হাবিবুল্লাহ’র সাথে এই মতবিনিময় কালে সংগঠনটিরআহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইলাম পনির, যুগ্ম-আহবায়ক মুজিবুল হক ও সাইফুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
এসময় রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) ভূমি জটিলতা নিরসনে জেলাপ্রশসন থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করা হবে বলে আশ্বস্ত করেন।