॥ স্টাফ রিপোর্টার ॥
আগামী ১৬ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য যুব সমাবেশ সফল করতে রাঙামাটি জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে ও সিনিয়ির যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায়- সহ-সভাপতি মো. আব্দুল মামুন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাবলু, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব কামাল হোসেনসহ যুবদলের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আগামী ১৬অক্টোবরের যুব সমাবেশ সফল করতে রাঙামাটি থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।