॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী তবলছড়ি বাজারে পোশাক বাড়ী নামে কাপড়ের দোকান উদ্বোধন করা হয়েছে। তবলছড়ি বাজারের ব্যবসায়ী মো. শাহ জাহান প্রায় ২ যুগ ধরে সুপরিচিত এ্যানি ফ্যাশন নামে প্রতিষ্ঠানটি নিয়ে সফলতার সাথে ব্যবসায় পরিচালনার পাশাপাশি এবার তবলছড়ি বাজারের মাঝের গলিতে “পোশাক বাড়ী” নামে তার আরেকটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।
প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘিরে শুক্রবার সকালে কোরআন খতম এবং বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন- রিজার্ভ বাজার লঞ্চঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম।
এসময় তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু নাছের বিপ্লব, সাধারণ সম্পাদক ইকবাল করিম, জেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক হারুন, ব্যবসায়ী মো. ইমামুল হক, ইমা স্টোরের সত্ত্বাধিকারী ওসমান গণি, পোশাক বাড়ীর সত্ত্বাধিকারী মো. মহিউদ্দিন ও মো. শাহ জাহানসহ বাজারের ব্যসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোশাক বাড়ী সম্পর্কে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো. শাহ জাহান বলেন- আমাদের এ্যানি ফ্যাশন নামের ১টি প্রতিষ্ঠান আছে। এর পাশাপাশি আজ “পোশাক বাড়ী” উদ্বোধন করা হলো। এখানে সুলভ মূলে লেডিস, জেন্টস ও বাচ্চাদের সকল প্রকার কাপড় বিক্রি করা হচ্ছে। তাই তিনি রাঙামাটির সকলকে তার নতুন প্রতিষ্ঠান “পোশাক বাড়িতে এসে কেনা-কাটা করার আমন্ত্রণ জানান।