তবলছড়িতে লেক ভিউ হোটেল উদ্বোধন

106

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলার প্রচলিত খাবার ও বিরিয়ানির আয়োজন নিয়ে জেলা শহরের ঐতিহ্যবাহী তবলছড়ি বাজারে লেক ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তবলছড়ি ব্রীজের পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেস্টুরেন্টের উদ্বোধন করেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সত্ত্বাধিকারী প্রতিনিধি ও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদের সঞ্চালনায় এসময়, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন, বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু নাছের বিপ্লব, সাধারণ সম্পাদক ইকবাল করিম, রেস্টুরেন্টের পরিচালক মো. ইয়াকুব আলী ও সাইফুল আলম, সত্ত্বাধিকার প্রতিনিধি- জাহাঙ্গীর আলম, এসএম আলমগীর, মাইক্রো সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আহমেদ ইশতিয়াক আজাদ, আরফাত, হাসান, আজম সহ তবলছড়ি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।