তবলছড়িতে গাউসিয়া কমিটির উদ্যোগে নূরানী মিলাদ মাহফিল

72

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের তবলছড়িতে ৪র্থ বারের মতো ঈদে মিলাদুন্নবী (সালল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও ফাতেহা এ ইয়াযদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদে মাগরিব তবলছড়ি বাজারের মিনিষ্ট্রিয়াল ক্লাব ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর তবলছড়ি ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন- হাটহাজারী কাটিরহাট মফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী।

নিউ রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব সৈয়দ মাওলানা মুহাম্মদ আবু নওশাদ নঈমীর সভাপতিত্বে ও হযরত ওয়ায়েস ক্বরণী (রাদিয়াল্লাহু তায়ায়ালাি আনহু) সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সেলিম উদ্দীন কাদেরীর সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন- চট্টগ্রামের মাওলানা আবু বক্কর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তারেক আবেদীন কাদেরী, হাটহাজারীর কাজীপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ ক্বাদেরী, আসামবস্তির শাহী নূর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মাজহারুল ইসলাম নঈমী, হযরত আব্দুল ফকির (রহমুতুল্লাহী আলাইহি) মাজার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা হাফেজ আবুল হোসেন।

এসময় তৈয়্যাবিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী, তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু নাছের বিপ্লব, গাউসিয়া কমিটি ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকে রাসূলগণ উপস্থিত ছিলেন।
শেষে মোনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়।