‘তলদেশ ভরাট হওয়া কাপ্তাই হ্রদ খনন করা জরুরী, কিন্ত জটিলতা রয়েছে’

152

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি বলেছেন, কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে এখন প্রতি বছর মানুষ জলাবদ্ধতায় পড়ছে। তাই হ্রদ খনন জরুরী হয়ে পড়েছে। শুধু কাপ্তাই হ্রদ নয় পার্বত্য চট্টগ্রামের সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলি, কাচলংসহ সকল নদীই খনন করা এখন সময়ের দাবি। কিন্তু খননে জটিলতাও রয়েছে, পাহাড়ি এলাকা হওয়ায় এসব নদী খননের পূর্বে ব্যাপক গবেষণা এবং পুরাতন মানচিত্রের প্রক্ষেপণ প্রয়োজন হবে। যে কারণে ড্রেজিং কাজে হাত দিতে সংশ্লিষ্টদের দেরী হচ্ছে। তবে এই খননের বিষয়টি অনবরত উল্লেখ করতে হবে যাতে একদিন সত্যিই কাজটি শুরু হয়।

মন্ত্রী বলেন, পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়ন প্রয়োজন, কারণ সম্ভাবনাময় এ এলাকার পর্যটন হতে পারে সমৃদ্ধির বড় হাতিয়ার। তবে আগে হ্রদ ও নদী সমূহ খনন, নাকি পর্যটন প্রকল্প গ্রহণ তা নির্ধারণের প্রয়োজনীয়তা রয়েছে। সব কিছুর আগে প্রয়োজন সমন্বয় এবং জনসচেতনতা। যে বিষয়টি সঠিকভাবে জাতির সামনে তুলে আনতে পারে সাংবাদিক সমাজ। তিনি গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।
সোমবার(২ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে রাঙামাটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই মন্তব্য করেন। পার্বত্যমন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতের উন্নয়নে সকলের সমন্বয় দরকার। সমন্বয় না থাকলে উন্নয়ন অর্থহীন হয়ে পড়বে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রদীপ চাকমা, ভাইস চোয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য হারুনুর রশীদ ও জসিম উদ্দীন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদসহ উন্নয়ন বোর্ড এবং প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের চিন্তা আওয়ামী লীগ সরকারের মতো আর কোনো সরকার করেনি। ফলে পার্বত্য অঞ্চলে শিক্ষার হার আগের তুলনায় অনেক বেড়েছে। মন্ত্রী সাংবাদিকদের সরকারের উন্নয়নের সঠিক চিত্র গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।