তিন মামলায় ফখরুলের তিন মাসের জামিন

623

Mirza-Fakhrul 001

ঢাকা ব্যুরো অফিস, ২৪ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় তিনমাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

মির্জা ফখরুলের স্থায়ী জামিন প্রশ্নে রুলের রায়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) এ জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
গত ১১ নভেম্বর রুলের শুনানিতে অংশ নেন ফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

এ রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ।
আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ০৩ নভেম্বর বিচারিক আদালত ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এসব মামলা করে পুলিশ।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান। সূত্র- অন্য মিডিয়া