তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সদর থানা বিএনপির বিক্ষোভ

196

॥ স্টাফ রিপোর্টার ॥

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি সদর উপজেলা বিএনপি।

মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা ঘুরে বিএনপি কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম।
সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক এর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর থানা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচীতে যুবদল, ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহিলা দল, কৃষকদল সহ বিএনপির বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা ভাবে। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। সাধারণ মানুষকে তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে। তারা বলেন, বিভিন্ন স্থানে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্থ করতে আওয়ামীলীগ তাদের অঙ্গ সংগঠনের মাধ্যমে পাল্টা কর্মসূচী দিচ্ছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- আন্দোলনের মধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।