তেলের দাম বৃদ্ধি ও দলীয় কর্মী হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

201

॥ স্টাফ রিপোর্টার ॥

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে তারপরও আওয়ামীলীগ সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে দেশের মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা বিএনপি’র নেতারা। তারা অবিলম্বে জ্বালানি তেলের মুল্য কমানোসহ যারা ভোলায় দলের নেতাকর্মীদের হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।

সোমবার (২২ আগস্ট) সকাল ১১টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বিএনপি নগর শাখার আয়োজনে জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে রাঙ্গাামাটিতে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি’র নেতাকর্মীরা এই দাবী জানান।

পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্যদিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনিতেই নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সীমাহীন মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবন বিপন্ন। এর ওপর এখন জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেশের মানুষের না খেয়ে মরা অবস্থা সৃস্টি হয়েছে। কিন্তু তাতে এই লুটেরা, ফ্যাসিস্ট সরকারের কোনো কিছু যায় আসে না। তাই এই গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের পতন আসন্ন। দ্রুত আন্দোলনের মধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।