॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি অবাধে নিরবিচারে বোল্ডার পাথউপজেলা অবস্থিত বিভিন্ন পর্যটন কেন্দ্রে আশেপাশে বিভিন্ন ঝিড়ির ঝর্না,সাংগু নদী হতে র,বালির উত্তোলন, জুমের বিষাক্ত কীটনাষক ছিতানো, পর্যটন অঞ্চল ও বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল হতে অবাধে মূল্যবান গাছ কর্তন, উপজেলা বাজার সমূহের বর্জ্য তৈল গ্যাস, যত্রতত্রভাবে বাজারে জ্বালানি তেল বিক্রি, গৃহপালিত পশুদের জনসম্মুখে যত্রতত্র মল মূত্র ত্যাগের পরিবেশের উপর মারাতক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে গ্রুপ আলোচনা উঠে আসছে।
স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের তত্তবাবধানের পার্বত্য অঞ্চলের জন্য এগ্রো ইকোলজি প্রকল্প- ২ এর আয়োজনের পরিবেশ রক্ষা করনীয় শীর্ষক কর্মশালা দিনব্যাপী বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালা সভাপতিত্ব ও শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি কলেজে অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, কারিতাস চট্টগ্রাম অঞ্চলে মনিটরিং রিপোর্টিং ও মিল জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজিম, বান্দরবান কার্যালয়ের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উসিংনু মারমা, উপজেলা মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা। কর্মশালা অংশগ্রহনকারী ও অতিথিদের গ্রুপ করে তিনভাগে বিভক্ত হয়ে থানচি উপজেলা ক্ষতিগ্রস্ত পরিবেশের সুরক্ষা করনীয় বিষয়ের আলোচনা করেন এবং গ্রুপ প্রধানরা পরিবেশ সুরক্ষা করনীয় বিষয়ে উপস্থাপন করা হয়।
গ্রুপ আলোচনায় বক্তারা বলেন, কাটার যোগ্য গাছ কাটান এবং একটা কাটলে ১০ টা রোপন নিশ্চিৎ করার, পাথর বালি উক্তোলন, জ্বালানি তৈলসহ রায়শানিক গ্যাস, অকটেন,পেট্রল লাইসেন্সবিহীন বিক্রয়ের প্রতিটি বাজারে প্রশাসনিকভাবে তদারকি করার এবং সাপ্তাহিক ভ্রাম্যমান আদালত বসে জনসম্মূখে জড়িমানা শাস্তি ব্যবস্থা করার। পরিকল্পিতভাবে জুম চাষের উপর পরিবেশ ক্ষতি না হয় সে বিষয়ের সরকারী বেসরকারী সুশিল সমাজ, হেডম্যান কারবারী, জনপ্রতিনিধিদের নিয়ে সেমিনার, উঠান বৈঠক, ব্যবস্থাপনা উপর স্থানীয়ভাবে নিয়ম নিতিমালা করে গনসচেদনতার জন্য, ভিডিও আকারে চলচিত্র প্রদর্শন, ব্যাপক প্রচার প্রচারনা, গৃহপালিত পশুপাখি যত্রতত্র ছেড়ে না দেয়ারসহ পরিবেশ বান্ধব কর্মসূচী বাস্তবায়নের সুপারিশ করেন।
কর্মশালা সরকারী কর্মকর্তা, কর্মচারী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় গুরু, সুশিল সমাজের নেতা, কলেজের শিক্ষার্থীসহ ৩০ জন অংশ নেন।