দারুস সালাম ইসলামিক একাডেমিতে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও কম্বল বিতরণ

78

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের বনরূপায় দারুস সালাম ইসলামিক একাডেমি হেফজ থানা ও এতিম খানার শিক্ষার্থীদের নিয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করেন তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন দারুশ শেফা হোমিও হলের অভিজ্ঞ হোমিওপ্যাথ মাওলানা মো. খলিল উল্লাহ।

এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়ার মো. হেলাল উদ্দিন , ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের অক্ষর ও সেবাঘরের পরিচালক আহমদ রশিদ ব্রাদার বাহার, অভিজ্ঞ হোমিওপ্যাথ মাওলানা মো. খলিল উল্লাহ, প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মো. শামসুল আলম, সহ-সভাপতি এম কামাল উদ্দীন, শিক্ষক মাওলানা মো. ওমর আলী, রাউজান সায়্যিদুশ শুহাদা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুর মোহাম্মদ ও হাফেজ আব্দুল খালেকসহ দারুস সালাম ইসলামিক একাডেমির শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মো. বেলাল উদ্দীন।

সংক্ষিপ্ত আলোচনা সভার পর বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরপর অতিথিরা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন।