॥ স্টাফ রিপোর্টার ॥
কাঠালতলী দারুস সালাম ইসলামিক একাডেমি হেফজখানা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল এবং দস্তারবন্দি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে আছর হতে মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি দারুল উলুম মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা হাজী শরিয়ত উল্লাহ এর সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন- দারুল উলুম ঢাকার মহাপরিচালক আলহাজ্ব মুফতি গোলাম কবির আযহারী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলাপ্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক এম কামাল উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আব্দুল খালেক। প্রধান আকর্ষণ হিসেবে ধর্মীয় আলোচনা করেন- নব মুসলিম মাওলানা মুফতি ওবাইদুল্লাহ আহরার। প্রধান বক্তা ছিলেন- উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবুল কালাম আজাদ।
কাঠালতলী দারুস সালাম ইসলামিক একাডেমি হেফজখানা ও এতিমখানার পরিচালক মাওলানা মুফতি শামসুল আলমের সঞ্চালনায় আলোচক ছিলেন- জামিয়া আয়েশা ছিদ্দিকা (রাদিআল্লাহু তায়ালা আনহু) মহিলা মাদ্রাসার পরিচালক- মাওলানা আবু বকর ছিদ্দিক, রাঙ্গুনিয়ার ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ, আকমালুল উলুম মসজিদ ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি আল-আমীন বিন আমীন।
এসময় কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসেম, ঢাকার ইলমুল কুরআন মডেল একাডেমির পরিচালক হাফেজ মাওলানা সাইদুল হক, শিমুলতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ওমর আলীসহ ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে প্রধান মেহমান দারুল উলুম ঢাকার মহাপরিচালক আলহাজ্ব মুফতি গোলাম কবির আযহারী ও আয়োজনের সভাপতি আলহাজ্ব মাওলানা হাজী শরিয়ত উল্লাহ মাদ্রাসার ৪জন হাফেজকে পাঁগড়ি পড়িয়ে দেন।