দায়িত্ব গ্রহণ করলেন রাঙামাটি পৌরসভার নব নির্বাচিত পরিষদ

621

স্টাফ রিপোর্টার 

রাঙামাটি পৌরসভার নব নির্বাচিত পরিষদের মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা মিলনায়তনে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল বিয়ে বরণ করে নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানের সভাপতিত্বে ও স্যানেটারী ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয়বারের নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক সুনিল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রিপোটার্স ইউনিটির সভাপতি সুশিল প্রসাদ চাকমা। নব নির্বাচিত কাউন্সিলরদের পক্ষে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র জামাল উদ্দীন, ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র কালায়ন চাকমা, ১নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো নির্বাচিত কাউন্সিলর মো. হেলাল উদ্দীন। পৌরসভার কর্মচারীদের পক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ।