দীঘিনালা উপজেলায় নির্বাচিত হলেন যারা

54

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নির্বাচিত হয়েছেন ধর্ম জোতি চাকমা মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি ৩৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। লোকমুখে প্রচলিত আছে তিনি ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সমর্থিত প্রার্থী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম আনারস প্রীতিকে পেয়েছেন ২৩ হাজার ৯০৬ ভোট। মঙ্গলবার (২১ মে ২০২৪) রাতে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ আনুষ্ঠানিক বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।

দীঘিনালা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা চশমা প্রতীকে ৩২ হাজার ৪৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিমা দেওয়ান কলস প্রতীক নিয়ে ৩০ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় ৯০ হাজার ১শ ৯৪ ভোটার ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করা কথা ছিলো। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৬ হাজার ০৮১, মহিলা ভোটার ৪৪ হাজার ১১২ ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছে বলে নিবাচন অফিস সূত্র জানান।