॥ স্টাফ রিপোর্টার ॥
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে বিটিআরসি সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ডিজিটালকরণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২৮টি পাড়াকেন্দ্র ডিজিটাল ক্লাসরুম উপকরণ সরবরাহ ও স্থাপন সংক্রান্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী। সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও বিটিআরসির মহাপরিচালক (এসএস) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিপিএম (বার), বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন জুঁই ।
এছাড়া বোর্ডের সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ, সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিনসহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২৮টি পাড়া কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল ক্লাসরুম উপকরণ বিতরণ করা হয়।