দুর্গোৎসব ঘিরে সনাতন যুব পরিষদের বস্ত্র বিতরণ

164

॥ স্টাফ রিপোর্টার ॥

শারদীয়া দুর্গোৎসব ২০২২ উপলক্ষ্যে সনাতন যুব পরিষদের শারদ সংখ্যা “সনাতন বার্তা” পত্রিকার উন্মোচন, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আসামবস্তির শীতলা মাতৃমন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাঙামাটি জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক অমলেন্দু হাওলাদার।

সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অজিত শীলের সভাপতিত্বে ও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিশু মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দীপেন ঘোষ, জন্মাষ্টমি উদযাপন সমন্বয় কমিটির আহ্বায়ক বাবলা মিত্র, পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী, আসামবস্তি শীতলা মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি তপন কুমার দে সহ সনাতন যুব পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক রাজু শীল।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সনাতন যুব পরিষদের শারদ সংখ্যা “সনাতন বার্তা” পত্রিকার উন্মোচন করেন অতিথিরা। আলোচনা সভার পর বস্ত্র বিতরণ করা হয়।