দূর্গাপুজা ও কঠিন চীবর দান ঘিরে পৌরসভার অনুদান প্রদান

137

॥ স্টাফ রিপোর্টার ॥

শারদীয় দূর্গাপুজা এবং কঠিন চীবরদান উপলক্ষে জেলার পৌরসভাধীন বিভিন্ন ও বিহারে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রাঙামাটি পৌরসভার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার কনফারেন্স রুমে এই অনুদান প্রদান করা হয়। পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং কাউন্সিলর কালায়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় রাঙামাটি পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: ইনামুল হাসান, প্যানেল মেয়র মো: হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো: জামাল উদ্দিন, কাউন্সিলর করিম আকবর, জুবাইতুন্নাহার জেবু, জোসনা বেগম, নির্মলা দেওয়ান, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারন সম্পাদক বিপুল ত্রিপুরা, সাংবাদিক মনসুর আহম্মেদ মান্না সহ বিভিন্ন মন্ডপ ও বিহারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের কল্যাণে সমভাবে কাজ করে যাচ্ছে এবং সকলের মাঝে সম্প্রীতির সেতুবন্ধন তৈরী হয়েছে। এই সম্প্রীতিকে বিনস্ট করতে সাম্প্রদায়িক গোষ্ঠীরা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে পৌরসভাধীন ১৪ টি মন্ডপ ও ২২ টি বিহার কমিটির প্রতিনিধির মাঝে ৯হাজার টাকা করে সর্বমোট ৩লক্ষ ২৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।